ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। সুপার লিগ পর্বে তিনি আকাশী-নীল জার্সি পরে ডিপিএল মাতাবেন।
দুই মৌসুম পর এবার ডিপিএলে বিদেশি খেলানোর ছাড়পত্র পেয়েছিল ক্লাবগুলো। সেই সুবাধে ঐতিহ্যবাহী ক্লাব ও লিগের সবশেষ তিন আসরের চ্যাম্পিয়ন আবাহনী এবার বিদেশি কোটায় দলভুক্ত করে আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান আর ভারত জাতীয় দলের ক্রিকেটার হনুমা বিহারিকে।
লিগ পর্বের প্রথম দুই ম্যাচ খেলে নাজিবুল্লাহ জাদরান চলে গেলে বাকি ৮ ম্যাচ খেলেন হনুমা। সুপার লিগ পর্বের আগে হনুমা বিদায় নিলে ধনঞ্জয়াকে সাইন করে ঢাকার জায়ান্টরা। আজ (রোববার) দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা আছে এই লঙ্কান আলরাউন্ডারের।
চলতি ডিপিএলে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই আবাহনী। লিগ পর্বে ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থান। সমান ম্যাচে ১৮ পয়েন্ট দিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।