ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চলতি মৌসুমে নাম লিখিয়েছিলেন দুই জাতীয় দল তারকা মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ। তবে তারা দ.আফ্রিকা সফরে থাকায় খেলা হয়নি লিগ পর্বের একটি ম্যাচও। দল সুপার লিগে উঠতে না পারায় অনিশ্চয়তা দেখা দিয়েছিল তাদের প্রিমিয়ার লিগে খেলা নিয়ে। তবে শেষ পর্যন্ত শেখ জামালের হয়ে ডিপিএল মাতাবেন এই দুই ক্রিকেটারের।
লিগের বাইলজ অনুযায়ী যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় আরেক দলে খেলতে পারে। সেই নিয়মেই মুশফিক-মিরাজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবেন।
এই বিষয়ে এক ভিডিও বার্তায় শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ার তানিম বলেন, ‘আমরা এ বছর গ্রুপ স্টেজটা খুব সুন্দর করে শেষ করতে পেরেছি। সিটি ক্লাবের সঙ্গে জয়ের পর আমরা ১৮ পয়েন্ট নিয়ে সুপার লিগে কোয়ালিফাই করেছি এবং পয়েন্ট তালিকায় শীর্ষে। আমরা আমাদের দলকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে চিন্তা করছিলাম।‘
ডিপিএলের শিরোপার রেসে বেশ এগিয়ে ইমরুল কায়েসের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ পর্বে খেলা ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড ১৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে।