লড়াই করে অস্ট্রেলিয়ার কাছে হারল টাইগ্রেসরা
নারী বিশ্বকাপে স্পিন ঘূর্ণিতে আশা জাগিয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারলো না বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে বাঘিনীরা। জবাবে বেথ মুনির অর্ধশতকে ভর করে ৫ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
এর আগে কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে মাঠে নামেনি বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের মঞ্চেই প্রথম দেখা। পুরো বিশ্বকাপে একটিও ম্যাচ না হারা অস্ট্রেলিয়াকে ভালোই চাপে রেখেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
ওয়েলিংটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন মুর্শিদা খাতুন আর শারমিন আক্তার। ১২ রান করে মুর্শিদা ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফারজানা হক (৮) সেট হয়ে আউট হন। শারমিন আক্তার ফেরেন ২৪ করে। অধিনায়ক নিগার সুলতানাও ৭ রানের বেশি করতে না পারলে চাপে পড়ে বাংলাদেশ।
৬২ রানে হারায় ৪ উইকেট। তবে শেষদিকে রুমানা আহমেদ, লতা মন্ডল আর সালমা খাতুনের ব্যাটে ৬ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বাঘিনীদের স্পিন ঘূর্ণিতে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে অসিরা। এরপর তাহলিয়া ম্যাকগ্রাথকে নাহিদা আক্তার ও গার্ডনারকে রুমানা আহমেদ সাজঘরের পথ দেখান। ৭০ রানের ভেতরেই অস্ট্রেলিয়ার ৫ উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে জয়ের স্বপ্নও দেখে বাংলাদেশ।
যদিও এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালাতে থাকে অজি ব্যাটার বেথ মুনি। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান আসে মুনির ব্যাট থেকে। আর এই বেথ মুনির দুর্দান্ত হাফসেঞ্চুরিতে স্বপ্ন ভাঙে বাঘিনীদের। ইনিংসের ৬৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন সালমা খাতুন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল: ১৩৫/৬ (৪৩ ওভার) লতা ৪৩, শারমিন ২৪, সালমা ১৫*, রুমানা ১৫; জোনাসেন ২/১৩, গার্ডনার ২/২৩।
অস্ট্রেলিয়া নারী দল ১৩৬/৫ (৩২.১ ওভার) মুনি ৬৬*, সাদারল্যান্ড ২৬*; সালমা ৩/২৩, নাহিদা ১/৩৩, রুমানা ১/৩৫
View this post on Instagram