জয়যাত্রা অব্যাহত আর্জেন্টিনার
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। গোল পেয়েছেন মেসি, ডি মারিয়া এবং নিকোলাস গঞ্জালেজ।
ঘরের মাঠে শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা, তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধের বিরতির ঠিক ১০ মিনিট আগে দে পলের ক্রস থেকে গোল করে সেই আক্ষেপ ঘুচিয়ে দেন গঞ্জালেস। এই ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
বিরতির পর ম্যাক অ্যালিস্টারকে উঠিয়ে আনহেল ডি মারিয়াকে মাঠে নামান কোচ লিওনেল স্ক্যালোনি। সেই ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ম্যাচের ৭৯ মিনিটে ডি পলের উঁচু করে বাড়ানো বল থামাতে এগিয়ে আসেন ভেনেজুয়েলার গোলরক্ষক। বল তার মাথার ওপর দিয়ে চিপ করে জালে পাঠান ডি মারিয়া।
এর তিন মিনিট পরেই বন্ধু মেসিকে দিয়ে ম্যাচের তৃতীয় গোলটা করান আবার ডি মারিয়া। মাঝমাঠ থেকে বল জোগাড় করে মেসিই পাস পাঠান ডানদিকে থাকা ডি মারিয়ার দিকে। এরপর প্রতিপক্ষের রক্ষণে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল হালকা চিপে পেনাল্টি স্পটে পাঠিয়ে দেন ডি মারিয়া।
মেসি বেশ ভালো করেই সতীর্থদের উদ্দেশ্য বুঝে ফেলেন এবং বুক দিয়ে বল নামিয়ে অনসাইডে থেকে যান এবং প্রায় উন্মুক্ত পোস্টে দারুণ এক শটে বল জড়িয়ে দেন। আর তাতে সফরকারীদের কফিনে শেষ পেরেকটাও ঠুকে দেওয়া হয়ে যায়।
এ জয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত আছে আলবিসেলেস্তেরা। এর আগে ১৯৯৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ১৯৯৩-৯৫ সময়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল। ২০০৭ থেকে ২০০৯ এই সময়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল স্পেন। ১৯৯১ থেকে ১৯৯৩- এই সময়টায় টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার নজির আছে আর্জেন্টিনারও।
১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তাদের সামনে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। এদিকে দক্ষিণ আমেরিকা থেকে এই দুই দল ছাড়াও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর এবং উরুগুয়ে।