ইতিহাস গড়ার অপেক্ষায় টাইগাররা
সেঞ্চুরিয়নে ঐতিহাসিক জয়ের পর ইতিহাস গড়ার লক্ষ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টস এবং গাজী টিভিতে।
এর আগে জোহানেসবার্গে এখন পর্যন্ত ৩৭টি খেলে ২৭টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এই মাঠ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৪৩৮ রানের সেই বিখ্যাত ম্যাচটি এখানেই হয়েছিল।
সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ডেরায় বাঘের থাবা দেখেছে বিশ্ব। আর তাতেই ভেঙে চুরমার টেম্বা বাভুমার দল। ইতিহাস গড়া এক জয়ে লাল সবুজের শিবির আত্মবিশ্বাসে টইটুম্বুর। যে দল আগে কখনো দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতেনি, সেই দল প্রথম জয়ের পরই এখন দেখছে সিরিজ জয়ের স্বপ্ন।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।