অসুস্থ হয়ে মাঠের বাইরে মেসি
মাঠে কিংবা মাঠের বাহিরে খুব একটা ভালো সময় যাচ্ছে না লিওনেল মেসির। চ্যাম্পিয়নস লিগ থেকে দল বাদ পড়ায়, পিএসজির সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছিল দুয়োধ্বনি।
একই সঙ্গে মাস দুয়েক আগে করোনাভাইরাসের বড় ধাক্কার পর এবার ফ্লু-জনিত অসুস্থতা পেয়ে বসেছে লিওনেল মেসিকে। ক্লাবের ওয়েবসাইটে শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
এর আগে অসুস্থতার কারণে শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি মেসি। রোববার লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে খেলতে পারবেন না সাতবারের এই ব্যালন ডি’অরজয়ী তারকা। তবে, মোনাকোর বিপক্ষে ম্যাচটি খেলতে না পারলেও বিশ্বকাপ বাছাইয়ের জন্য নির্ধারিত সময়েই আর্জেন্টিনা শিবিরে যোগ দিতে পারবেন মেসি।
পিএসজির হয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না মেসির। বল পায়ে নেই নিজের চেনা ছন্দে। লিগ ওয়ানে ১৮ ম্যাচ খেলেও করতে পেরেছেন কেবল দুই গোল। চ্যাম্পিয়নস লিগে ৫ গোল করলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মেসির পিএসজি।