ডিমেরিট পয়েন্ট পেলো বেঙ্গালুরুর পিচ
ভারত-শ্রীলঙ্কার মধ্যোকার দ্বিতীয় টেস্টে মাত্র তিন দিনে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। কিন্তু গোলাপি বলে দিবা-রাত্রির প্রথম টেস্ট আয়োজন করেই কালিমালেপন করল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এই পিচকে বিলো-এভারেজ বা ‘গড়পড়তার নিচে’ উল্লেখ করে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।
ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে ম্যাচ রেফারি ছিলেন জাভাগল শ্রীনাথ। শ্রীনাথ তার রিপোর্টে উল্লেখ করেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হওয়া দ্বিতীয় টেস্টের জন্য যে পিচ তৈরি করা হয়েছিল তাতে প্রথম দিন থেকেই বল ঘুরতে থাকে। পরের সেশনগুলিতে কিছুটা উন্নতি হলেও এই পিচ ব্যাট ও বলের জন্য আদর্শ ছিল না। শ্রীনাথের সেই রিপোর্টের জেরে বিলো-অ্যাভারেজ রেটিং পেল চিন্নাস্বামীর পিচ।
ভারত-শ্রীলঙ্কার চার ইনিংস মিলিয়ে উইকেট পড়েছে ৩৯ টি। যার মধ্যে ২৬টিই গেছে স্পিনারদের দখলে। প্রথম দিন পড়েছিল ১৬ উইকেট, পরের দুই দিন যথাক্রমে ১৪ ও ৯ উইকেট।
আইসিসির নিয়ম মতে, ম্যাচ রেফারি যে স্টেডিয়ামের পিচ বিলো-অ্যাভারেজ বলে রিপোর্ট দিবে সেই স্টেডিয়াম একটি ডিমেরিট পয়েন্ট পাবে। আগামী পাঁচ বছরের মধ্যে যদি আরও চারটি ডিমেরিট পয়েন্ট পায় এই মাঠের উইকেট, তাহলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে।