খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

যুদ্ধ নয়, শান্তি চান রোনালদো

0

ইউক্রেনের ওপর আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছে গোটা বিশ্ব। রাশিয়ার ধ্বংসযজ্ঞে ইতিমধ্যে নাড়া দিয়েছে ফুটবল বিশ্বকেও। এরই মধ্যে রাশিয়া জাতীয় দল ও সেদেশের সকল ক্লাবকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা।

বিষয়টি নিয়ে এবার সরব হয়ে উঠলেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ইউক্রেনের এই সংকট ভাবাচ্ছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ এই তারকাকে।

শিশুদের জন্য সুন্দর পৃথিবী তৈরির বার্তা দিয়ে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমাদের শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বে শান্তি আনার জন্য প্রার্থনা করছি। যুদ্ধ নয়, শান্তি চাই।’

রোনালদোর ইনস্টাগ্রামে ৪০ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। বিশ্বের জনপ্রিয় ক্রীড়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান তিনি। এছাড়া রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাউটেড এরই মধ্যেই ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার জাতীয় বিমানসংস্থা এ্যারোফ্লটের সঙ্গে ৪০ মিলিয়ন পাউন্ডের স্পনসরশিপ চুক্তিও বাতিল করেছে ক্লাবটি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy