মৃত্যুঞ্জয়ের জাদুতে শেষ ওভারে নাটকীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ ওভারে ঢাকার ৯ রান প্রয়োজন হলেও মৃত্যুঞ্জয়ের দুর্দান্ত বোলিংয়ে তামিম-মাশরাফির ঢাকাকে ৩ রানে হারিয়ে দিলো চট্টগ্রাম । আর এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চার নাম্বারে উঠে এলো দলটি।
সিলেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। শুরুতে বিপর্যয়ে পড়লেও ম্যাচের হাল ধরেন শামিম পাটোয়ারী। ৩৬ বলে ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শামিম।
এছাড়া অধিনায়ক আফিফ হোসেন ২৭, উইল জ্যাকস ২৬ ও বেনি হাওয়েল ১৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন। বল হাতে ১ টি করে উইকেট নেন মাশরাফি, মাহমুদউল্লাহ ও ফজলে হকরা।
১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শাহজাদ,ইমরানউজ্জামান ও মাশরাফি বিন মুর্তজাকে হারিয়ে ফেললে বিপদে পড়ে যায় ঢাকা। তবে শুরু থেকেই তামিম ইকবাল লড়ে যান। তুলে নেন এবারের আসরের চতুর্থ ফিফটি।২৯ বলে ২৪ রান করে রিয়াদ বিদায় নিলে আরও চাপে পড়ে দলটি।
শুভাগত ও তামিম জয়ের আশা দেখালেও ১১ বলে ২২ রান করে ফেরেন শুভাগত।এরপর শেষ ওভারে আসেন মৃত্যুঞ্জয় চৌধুরী। প্রথম বলে সাজঘরে ফেরান কায়েস আহমদকে। শেষ পর্যন্ত তামিম অপরাজিত থেকে জেতাতে পারলো না দলকে। ৫৬ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৪৫ রান ।