ঐতিহাসিক টেস্ট জিতিয়ে আইসিসির মাস সেরার দৌঁড়ে ইবাদত
দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন টাইগার পেসার ইবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ইবাদত এবার জায়গা পেয়েছেন আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ’র সংক্ষিপ্ত তালিকায়।
এছাড়া জানুয়ারি মাসের জন্য আইসিসির দেয়া সেরার তালিকায় ইবাদতের সঙ্গে আছেন সাউথ আফ্রিকার কেগান পিটারসেন ও অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে খেলা তার স্বদেশি ডেওয়াল্ড ব্রেভিস।
বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন ইবাদত। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং নাসুম আহমেদ ছিলেন এ তালিকায়। গেল বছর মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই খেতাব জেতেন মুশফিক। এরপর গত জুলাই সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেতাব জিতেছিলেন।
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ১০ টেস্টে ইবাদতের উইকেট নেন মাত্র১০টি। এরপর সর্বশেষ কিউইদের মাঠে দুই টেস্টেই ইবাদতের সংগ্রহ করেন ৯টি উইকেট। মাউন্ট মঙ্গানুইতে প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। তার মধ্যে ১১ বলের মধ্যে তিন উইকেট নিয়ে প্রথম টেস্টটি হাতের মুঠোয় নিয়ে আসেন এই পেসার।
এছাড়া সদ্য শেষ হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৮৪.৩৩ গড়ে ব্যাট করে টুর্নামেন্টে সর্বোচ্চ ৫০৬ রান করেন ‘বেবি এবি’ নামে খ্যাতি পাওয়া ডেওয়াল্ড ব্রেভিস জায়গায় করে নিয়েছেন আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ’র সংক্ষিপ্ত তালিকায়।
এদিকে জানুয়ারিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ে ভূমিকা রাখায় মনোনীত হয়েছেন কেগান পিটারসেন। টপঅর্ডার ব্যাটার সিরিজে ৬১ গড়ে করেছেন ২৪৪ রান।