জয়ের আশা দেখিয়েও ঘরের মাঠে হারের বৃত্ত থেকে বেরুতে পারলো না সিলেট সানরাইজার্স। সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে সিলেটকে ১২ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করলো ফরচুন বরিশাল।
মঙ্গলবার সিলেটের বিরুদ্ধে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় বরিশাল। উদ্বোধনী জুটিতেই ৭২ রান যোগ করেন মুনিম ও গেইল। ২৮ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন মুনিম। এরপর সাকিবের সাথে জুটি বাঁধেন গেইল। ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন সাকিব।
রান খরায় ভুগা ক্রিস গেইল শুরু থেকে মন্থর গতিতে খেলতে থাকেন। পঞ্চম উইকেটে গেইলের সাথে স্বদেশি ব্রাভো জুটি বেধেঁ বাকি কাজটুকু সেরে দেন। ৪৫ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন গেইল। ব্রাভো ১৩ বলে অপরাজিত থাকেন ৩৪ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে দলটি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে সিলেট এনামুল হক বিজয়কে হারালেও একের পর এক দুর্দান্ত শট খেলে রানের চাকাঁ সচল রাখে কলিন ইনগ্রাম। তবে তার একক লড়াইয়ে ৪৯ বলে ৯০ রানে আউট হলে জয়ের আশা ক্ষীণ হয়ে আসে সিলেটের।
শেষদিকে আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক জয়ের স্বপ্ন দেখালেও পেরে উঠতে পারেনি সাকিব-ব্রাভোর বোলিং তোপে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সিলেট ১৮৩ রান তুলতে সক্ষম হয়। মোসাদ্দেক করেন ২১ বলে ৩৪ ও আলাউদ্দিন বাবু ১১ বলে ১৮ রান। সাকিব, শান্ত ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন। ব্যাট ও বলে অবদান রাখায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান।