তবে কি ইংলিশদের কোচ হচ্ছেন ল্যাঙ্গার?
মাত্র কয়েকদিন আগেই অ্যাশেজে নিদারুণ ব্যর্থতার দায়ে বরখাস্ত হন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। আর পরপরই আজ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। আগামী জুন মাস পযর্ন্ত চুক্তির মেয়াদ থাকলেও হুট করেই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সাবেক এই অজি তারকা।
তবে এবার জোর গুঞ্জন উঠেছে ইংলিশের কোচ হয়ে যাচ্ছেন নাকি ল্যাঙ্গার। তবে এটিকে শুধুমাত্র গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ ইতিমধ্যে বলেছে, ‘সিলভারউডের জায়গায় ল্যাঙ্গারকে চায় ইংল্যান্ড।’
তবে গুঞ্জন আরো জোরালো হয় ল্যাঙ্গারকে স্ট্রাউসের করা মন্তব্যে তিনি বলেন, ‘আমি ওকে খুব ভালো করেই চিনি। দূর থেকে দেখলে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে তিনি খুব ভালো কাজ করেছেন। তাই আমি তাঁর ব্যাপারটা একেবারে নাকচ করে দেব না।’
এর আগে অ্যাশেজে ভরা ডুবির পর সিলভারউডের পরিবর্তে কয়েকজনকেই পছন্দের তালিকায় রেখেছিলো ইসিবি। এই তালিকায় শীর্ষ নামটি জাস্টিন ল্যাঙ্গারের। এছাড়াও ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কারস্টেনও দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন আবার উপস্থাপন করেছেন রিকি পন্টিংয়ের কথা।
ইংল্যান্ডের কোচের পদে খালি জায়গায় তাই ল্যাঙ্গারকে দেখার গুঞ্জন এখন সময়ের দাবি। তবে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সেটি পল কলিংউড, রিচার্ড ডসন ও অ্যালেক স্টুয়ার্টের মধ্যে কোনো একজনকে নিয়োগ করে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন টেস্ট খেলতে যাবে ইংলিশরা।