বাবরের ওপেনিং পার্টনার কোহলি!
বর্তমান সময়ে ক্রিকেটে অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজম। মাঠের খেলায় দু’জন দু’জনকে সমান ভাবে টেক্কা দিচ্ছে বহুদিন ধরেই। একজন পাকিস্তানের অধিনায়ক, আরেকজন ভারতের অধিনায়কত্ব ছেড়েছেন এই কয়েকদিন আগেই। কেমন হবে যদি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একসঙ্গে একই দলের হয়ে খেলেন?
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ তৈরি করেছেন ভারতের সাবেক খেলোয়াড় আকাশ চোপড়া। আর সেখানেই ওপেনার হিসেবে এই দুজনকে রেখেছেন ভারতীয় এই ক্রিকেটার।
অনূর্ধ্ব-১৯ ২০২২ বিশ্বকাপ ফাইনালে কিছুক্ষণ পর মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। আর এরই মাঝে আকাশ চোপড়া বেছে নিলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ। তবে তার সেরা একাদশে শুধু মাত্র একজন ভারতীয় ক্রিকেটারই জায়গা পেয়েছেন।
বাবর-কোহলিদের ওপেনিংয়ে রেখে তিন নম্বরে রেখেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ স্মিথকে। এছাড়া একাদশে চারে ও পাঁচে রেখেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালকে।
ছয়ে আছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যান। এবল ব্যাটিংয়ে শেষদিকে ফিনিশার হিসেবে দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার। আকাশ চোপড়ার এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের একজনও। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
এছাড়া দলে তিন পেসারের কোটায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা।