খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৭শে জুলাই ২০২৪

বাংলাদেশের বিরুদ্ধে সবগুলো ম্যাচই জিততে চায় আফগানরা

0

চলতি মাসেই বিপিএলের পরই আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সে সুবাদে আগামী ১২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ পা রাখবে।

ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত হওয়ার সিরিজে সবগুলো ম্যাচই জিততে চায় আফগানিস্তান। ফরচুন বরিশালের ম্যাচ শেষে গণমাধ্যমেকে এমণটাই বলেছেন অফগান স্পিনার মুজিব উর রহমান।

মুজিব বলেন, ‘বাংলাদেশ কিংবা আফগানিস্তান, প্রতিটি দলই ওয়ানডে সুপার লিগে যত বেশি সম্ভব পয়েন্ট পেতে চায়। যেকোনো দলই তিনটি ওয়ানডেই জিততে চাইবে। তারা যেভাবে চায় ঠিক একইভাবে আমরাও চাই।’

আফগানদের হয়ে মুজিব বাংলাদেশে আগেও খেলেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ একটি সিরিজের আগে বিপিএলের মতো টুর্নামেন্ট তার জন্য অনেক বেশি সহায়কই। বিশেষ করে কন্ডিশনে খাপ খাওয়ানোর বিষয়টি যখন মূল প্রাধান্য।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা অনেক সিরিজ খেলেছি। বিপিএলের পরপরই আমাদের সিরিজ আছে। এখানে আমি ইকোনোমিক্যাল বোলিং করছি। এই টুর্নামেন্টের পর আমরা বাংলাদেশে সিরিজ খেলবো। এখানকার স্পিনিং কন্ডিশন আমাদের জন্য সহায়ক। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট আমাদের জন্য ভালো সহায়ক।’

১২ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট তালিকায় এখন দুইয়ে আছে বাংলাদেশ। ৬ ম্যাচের সবকটি জিতে আফগানরা আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy