খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কুমিল্লার দুর্দান্ত জয়

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৯ উইকেটে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজের বোলিং তোপে নির্ধারিত ১৮ ওভারে ১৩৮ রানে থামে নাঈম ইসলামের দল। জবাবে বৃষ্টি আইনে ১৪৪ লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল-লিটনের ঝড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। 

 

মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরেন চট্টগ্রামের ওপেনার চ্যাডউইক ওয়ালটন। এরপর দ্বিতীয় উইকেট আফিফকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন আরেক ওপেনার উইল জ্যাকস।

 

২৭ রান করে আফিফ বিদায় নিলে, ১২.৫ ওভারে বৃষ্টি বাঁধায় বন্ধ হয়ে যায় ম্যাচ। বৃষ্টি বিরতির খেলা শুরু হলে ওভার কমে আসে দুটি। এরপরই ছন্দ হারাতে থাকে চট্টগ্রাম। ২৬ রান করে শামীম ও ৫৭ রান করে উইল জ্যাকস বিদায় নিলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরীর দলটি। এরপরে নির্ধারিত ১৮ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান। অন্যদিকে দারুণ বোলিংয়ে কুমিল্লার হয়ে একাই পাঁচ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

 

জবাবে বৃষ্টি আইনে কুমিল্লা লক্ষ্য দাঁড়ায় ১৪৪ রান। উদ্বোধনী উইকেটে ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে দুর্দান্ত শুরু করেন লিটন কুমার দাস ও অধিনায়ক ইমরুল কায়েস। দুইজনের অনবদ্য ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ১৩৮ রান যোগ করে কুমিল্লা।

 

৪ চার ও ৩ ছয়ে দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। শেষদিকে ৩৭ বলে ৫৩ রান করে লিটন সাজ ঘরে ফিরলে ৯ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের হয়ে একটি মাত্র উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy