বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সকে উড়িয়ে দুর্দান্ত জয় পেল খুলনা টাইগার্স। আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে মোসাদ্দেকের দল। জবাবে সৌম্য-ফ্লেচারের ঝড়ো ইনিংসে ১৪.২ ওভারেই ৯ উইকেট হাত রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকুর রহিমের দল।
মিরপুরে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানেই দুই ওপেনারকে হারায় সিলেট সানরাইজার্স। ইনিংসের তৃতীয় ওভারে সৈয়দ খালেদ আহমেদের বলে সাজঘরে ফিরে যান ১০ বলে ৪ রান করা এনামুল হক বিজয়। আরেক ওভারে লেন্ডল সিমন্সের ব্যাট থেকে আসে ১৯ বলে মাত্র ৬ রান।
এরপর ব্যাট করতে নেমে কলিন ইনগ্রামও তেমন সুবিধা করতে না পারায় নয় ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৪ রান।চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে দ্রুত ৬৮ রানের জুটি গড়ে দলের হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
৩০ বলে ৩৪ রান করে সৈকত বিদায় নিলেও শেষপর্যন্ত মোহাম্মদ মিঠুনের ৫১ বলে ৭২ রানে ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট সানরাইজার্স।
জবাবে মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটিং ঝড়ে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করে ফ্লেচার। ৫ চার ও ৫ ছয়ে মাত্র ৪৭ বলে এই বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবীয় এই তারকা। এছাড়া ৩১ বলে ৪৩ রান করে সৌম্য সাজ ঘরে ফিরলেও শেষ দিকে থিসারা পেরেরা ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংসে ১৪.২ বলেই ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।