করোনা আক্রান্ত ৩ সদস্য ছাড়াই বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে দুঃসংবাদ ভর করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলে। নিয়মমাফিক করোনা পরীক্ষায় নারী দলের ৩ সদস্যের দেহে মিলেছে এই ভাইরাসের উপস্থিতি। তাদের ছাড়াই নিউজিল্যান্ডের উদ্দেশে আজ (বৃহস্পতিবার) উড়াল দেবে দলের বাকী সদস্যরা।
করোনায় আক্রান্ত হওয়ায় এ তিনজনের মধ্যে একজন ক্রিকেটার, একজন ট্রেইনার ও একজন কোচিং স্টাফের সদস্য। আগামী ৮ দিন বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে থাকবেন তারা। এরপর নেগেটিভ হলে নিউজিল্যান্ড যাবেন এই তিনজন।
নারী বিশ্বকাপ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।
রিজার্ভ:
সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।