হোল্ডারের হ্যাট্রিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
পাচঁ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচে শেষ ওভারে জেসন হোল্ডারের হ্যাট্রিকে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মঈন আলীদের ১৭ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবিয়ানরা।
২-২ সমতায় থাকা সিরিজের নির্ধারণী টি-২০ ম্যাচে রোববার টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে। ব্রেন্ডন কিং ৩৪, কাইল মায়ের্স ৩১, রোমারিও শেফার্ড ৬, নিকোলাস পুরান ২১, কায়রন পোলার্ড অপরাজিত ৪১ ও রোভম্যান পাওয়েল অপরাজিত ৩৫ রান করেন। আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন ২টি করে উইকেট নেন।
পরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.৫ ওভারে ১৬২ রানে অল-আউট হয়ে যায়। জেমস ভিন্স ৫৫, স্যাম বিলিংস ৪১, টম ব্যান্টন ১৬ ও মইন আলি ১৪ রান করেন। হোল্ডার ২.৫ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন হোল্ডার।
হোল্ডার ২০তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ক্রিস জর্ডন, স্যাম বিলিংস ও আদিল রশিদের উইকেট নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে পঞ্চম বলে হোল্ডার ফিরিয়ে দেন সাকিব মেহমুদকে।
এছাড়া আকিল হোসেন ৩০ রানে ৪ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন জেসন হোল্ডার।