ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন
আইসিসি অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডকেই সবার আগে সামনে পাচ্ছে বাংলাদেশ। সেন্ট কিটসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
নিজেদের প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাই বললেন অধিনায়ক রকিবুল।
“খুব ভালো প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব। এখানে আসার পর আমরা অনুশীলন করেছি, প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখানকার উইকেট-কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা হয়েছে আমাদের। এখন আমাদের পরিকল্পনা ও প্রক্রিয়া অনুযায়ী আমরা যদি শতভাগ দিয়ে খেলতে পারি এবং সেরাটা দিতে পারি, তাহলে ভালো ফল পাব আশা করি। আপাতত আমাদের মনোযোগ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এটির পর আমরা এক এক করে সামনে তাকাব এবং আশা করি ভালো ফল নিয়ে পরের রাউন্ডে যাব“।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ স্কোয়াডে আছেন, রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, ইফতিখার হোসেন ইফতি, মেহেরব হাসান অহিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।
এদিকে গতকাল (শনিবার) অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে ভারত আর জিম্বাবুয়ে।
ওয়েস্ট ইন্ডিজের গায়ানা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যায় ভারত। ব্যাটে শুরুটা ভাল করতে তেমন ভাল করতে পারেনি। দুই ওপেনার রাগু ভানশি ও হারনুর সিংয়ের বিদায়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে জুটি গড়েন শেখ রাশিদ ও ইয়াশ দুল।
রাশিদ ৩১ রানে ফিরলেও ইয়াশ দুল থামে ৮২ রানে। শেষদিকে নিশাত সিন্ধুর ২৭ ও থাম্বির ৩৫ রানে ভর করে সবকটা উইকেট হারিয়ে ২৩২ রানে গিয়ে থামে ভারতীয় যুবারা।
জবাবে দক্ষিণ আফ্রিকার যুবারা ব্যাট করতে নেমে ভারতের ভিকি ওস্তাওয়াল ও রাজ ভাওয়ার বোলিংয়ে লন্ডবন্ড হয়ে যায় তারা। ব্রেভিস একাই লড়ে গিয়েও জয়ের নাগাল পায়নি দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে বেন হাডিন করেছেন ৩৬ রান। একাই পাঁচ উইকেট তুলে নেন ভিকি ওস্তাওয়াল।
স্কোরবোর্ড:
টস: দক্ষিণ আফ্রিকা
ভারত অনূর্ধ্ব ১৯ : ২৩২/১০ (৪৬.২ ওভার)
দুল ৮২, রাশিদ ৩১, থাম্বি ৩৫ ; বোস্ট ৪০/৩, মায়ান্ড ২৯/২
দক্ষিণ আফ্রিকা : ১৮৭/১০ (৪৫.৪ ওভার)
ব্রেভিস ৬৫, হ্যাডেন ৩৬ ; ওস্তাওয়াল ২৮/৫, ভাওয়া ৪৭/৪
ফলাফল: ভারত ৪৫ রানে জয়ী।
দিনের আরেক ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করতে যায় জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩২১ রান তুলে তারা। ভাওয়া পেয়েছেন দূর্দান্ত সেঞ্চুরি। বেনেট করেছেন ৫৮৷
৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের যুবাদের সামনে দাড়াতেই পারেনি পিএনজি। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেছে অধিনায়ক মাহা। অ্যাপ্রো করেছেন ১৫ রান। ৩৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় পিএনজি।
স্কোরবোর্ড :
টস: পিএনজি অনূর্ধ্ব ১৯
জিম্বাবুয়ে : ৩২১/৯
ভাওয়া ১০০, বেনেট ৫৮ ; কিভাও ৬৫/৩, কিলাপাত ৩২/২
পিএনজি : ৯৩/১০, (৩৫ ওভার)
মাহা ১৫, অ্যাপ্রো ১৫ ; জিভিনোএনা ২৫/২, চিরওয়া ১১/২
ফলাফল: ২২৮ রানে জিম্বাবুয়ে যুবারা জয়ী।