জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন খেলার আশা শেষ
অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে গেলেন নোভাক জোকোভিচ। করোনা ভাইরাসের টিকা ছাড়া অস্ট্রেলিয়ায় অবস্থান করা যাবে না, দেশটির সরকারের এমন সিদ্ধান্তের ওপরই বহাল থাকল অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট।
আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে অস্ট্রেলিয়া ছাড়ছেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা। যার ফলে, অস্ট্রেলিয়ান ওপেনে পরপর ৯ বার অপরাজিত সার্বিয়ান এই তারকার আর শিরোপা রক্ষার সুযোগটা হচ্ছে না।
আজ শেষবারের মতো আপিল করেছিলেন জোকোভিচ। কিন্তু তাতে লাভ হয়নি। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট। মূলত করোনা টিকা না দেওয়ায়, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জোকারের ভিসা বাতিল করে দেন।
আদালতের রায় শোনার পর এক বিবৃতিতে জোকোভিচ বললেন, ‘সপ্তাহখানেক ধরে আমার ওপর সবার চোখ থাকায় আমি অস্বস্তিবোধ করছি। আমি আশা করছি এখন সবার নজর থাকবে খেলা ও টুর্নামেন্টে, যা আমি ভালোবাসি।’
চূড়ান্ত শুনানিতে পরাজয়ের কারণে এখন আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না জোকোভিচ। ভিসা না পেলে আগামী তিন বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন না তিনি।