জয়ে ফিরলো পিএসজি
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী চেলসিকে হারিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করলো ম্যান সিটি। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর ব্রেস্তকে হারিয়ে জয়ের ধারায় ফিরলো পিএসজি। অন্যদিকে, দুইগোলে এগিয়ে গেলেও জয় ধরে রাখতে পারলো না ম্যান ইউ। সেই ম্যাচে অ্যাস্টন ভিলার হয়ে আলো ছড়ালেন সাবেক বার্সা তারকা কৌতিনিও।
ঘরের মাঠ ইতিহাদে সিটিজেনরা চেলসিকে হারিয়েছে ১-০ ব্যবধানে। জয়সূচক গোলটি এসেছে কেভিন ডি ব্রুইনার কাছ থেকে। ঘরের মাঠে চেলসির বিপক্ষে আধিপত্য বজায় রেখে খেলেছে সিটি। প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে এসে টানা আক্রমণ করে কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায় গার্দিওয়ালা বাহিনী। ম্যাচের ৭০ মিনিটে জোয়াও কানসেলোর পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন সিটির মিডফিল্ডার ডি ব্রুইনা। এই জয়ে ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। দুইয়ে থাকা চেলসির পয়েন্ট ৪৩।
প্যারিসে শনিবার রাতে লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি। কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান টিলো কেরার।
শুরুর কয়েক মিনিটে দারুণ কিছু আক্রমণে পিএসজিকে ভয় ধরিয়ে দেয় ব্রেস্ত। তাদের প্রচেষ্টা ভেস্তে দেন ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা।
ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে ৩২তম মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। মেসি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেও মাঠে নামায়নি মারিও পচেত্তিনো।
২১ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস।
রাতের অন্য ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াইয়ে পাঁচ মিনিটের ব্যবধানে ম্যান ইউকে জয় রুখে দেয় ভিলা। ভিলা পার্কে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর সমতায় আনেন জ্যাকব র্যামজি ও কৌতিনিয়ো।
ম্যাচের ৭০ তম মিনিটে বদলি নামেন বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় আসা কৌতিনিয়ো। ছয় মিনিট পরই কৌতিনিওর পাশে দারুণ গোলটি করেন র্যামজি। ৮২তম মিনিটে সমতায় ফেরা গোলে র্যামজির পাশ থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো।
এই জয়ে ২০ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অ্যাস্টন ভিলা।
একনজরে ফলাফল :
চেলসি (০) – (১) ম্যান সিটি
ব্রেস্ত (০) – (২) পিএসজি
ম্যান ইউ (২) -(২) অ্যাস্টন ভিলা