এবার টেস্টের নেতৃত্বও ছাড়লেন বিরাট কোহলি
টি-টোয়েন্টি পর এ বার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দেন বিরাট। এর কিছুক্ষণের মধ্যেই বিসিসিআই-এর তরফ থেকে টুইট করে বিরাটের অধিনায়কত্ব ছা়ড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
কোহলি লিখেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনও একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়।’
‘এই যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনওই চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যা-ই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারব না।’
— Virat Kohli (@imVkohli) January 15, 2022
হুট করে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ায় আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আয়োজিত টেস্ট সিরিজে সম্ভবত কেএল রাহুলকে নেতা হিসেবে দেখা যাবে ভারতীয় টেস্ট দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। এরপর তাঁকে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজের দল ঘোষণার আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তখন থেকেই বিসিসিআই-এর সঙ্গে তাঁর যুদ্ধ প্রকাশ্যে চলে এসেছিল।