ইমরুল-তামিমের পূর্বাঞ্চলের কাছে হারল মাহমুদউল্লাহর উত্তরাঞ্চল
অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়েও তামিম-ইমরুলের পূর্বাঞ্চলের কাছ থেকে জয় নিতে পারলো না মাহমুদউল্লাহর উত্তরাঞ্চল। ইন্ডিপেন্ডেস কাপে উত্তরাঞ্চলকে ৪ উইকেটে হারালো ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। অন্যদিকে, ওয়ালটন মধ্যাঞ্চলকে হারিয়ে ফাইনালে উঠে গেলো বিসিবি দক্ষিণাঞ্চল। মুস্তাফিজের অগ্নি ঝরা বোলিংয়ে ৫ উইকেটে জয় পায় দক্ষিণাঞ্চল।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বিসিএলে আজ (বৃহস্পতিবার) ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল টসে জিতে আগে ব্যাট করতে পাঠায় বিসিবি উত্তরাঞ্চলকে। পূর্বাঞ্চলের বোলারদের আক্রমণে শুরুতেই ধাক্কা খায় উত্তরাঞ্চল। তারা ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেললে উইকেটে থিতু হন মার্শাল আইয়ুব ও মাহমুদউল্লাহ।
উত্তরাঞ্চলের হয়ে অর্ধশতক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গড়ার পথে অর্ধশতক হাঁকিয়েছেন রিয়াদ। সেঞ্চুরির আশা ভেঙে রানআউট হয়ে যান রিয়াদ। ৮৭ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। হাফসেঞ্চুরি পেয়েছেন মার্শাল আইয়ুবও। ৭৪ বলে ৫৪ রান করেন তিনি
এরপর টানা তিন ওভারে আরিফুল হক,শামীম পাটোয়ারি, সানজামুল ইসলাম আউট হয়ে গেলে ১৮৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে উত্তরাঞ্চল। এরপর ৪৯.৫ ওভারে অল-আউট হওয়ার আগে উত্তরাঞ্চল করে ২১৬ রান।
জবাবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে ইনিংস শুরু করেন তামিম ইকবাল ও প্রীতম কুমার। শূণ্য রানে প্রীতম আউট হলে দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তামিম ও ইমরুল কায়েস। তামিমকে বোল্ড করে জুটি ভাঙ্গেন রিয়াদ। তামিমের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৫ রান। এরপর দুই অঙ্ক ছুঁয়েছেন আফিফ, দীপু। তারা দু’জনই ২৬ রান করে আউট হলে একপ্রান্তে গাপটে বসেন ইমরুল কায়েস।
ইমরুল কায়েস টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকান। ৮১ বলে ৮ চারে ৭১ রানে ফিরেন পূর্বাঞ্চল অধিনায়ক ইমরুল। উইকেট হারালেও রানের চাকা সচল রাকে পূর্বাঞ্চল। ১২.১ ওভার বাকি রেখে পূর্বাঞ্চলকে জয় এনে দেন আলাউদ্দিন বাবু ও সোহরাওয়ার্দী শুভ। ব্যাটে ৬৬ রান ও বোলিংয়ে ৫৬ রানে ৩ উইকেট নিয়ে অলরাউন্ডার পার্ফরম্যান্স দেখায় রিয়াদ
সিলেট স্টেডিয়ামের মূল মাঠে দক্ষিণাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়ালটন মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের পক্ষে শুভ সূচনা এনে দেন মুস্তাফিজ।
চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটি গড়েন মজিদ ও মোসাদ্দেক। মজিদ ৯৬ বলে ৪৬ আর অধিনায়ক মোসাদ্দেক ৫৭ বলে ৪৪ রান করেন। শেষদিকে আবু হায়দার রনির ২৭ বলে ৫৪ রানে ২২০ রানে দাড়ঁ করায় মধ্যাঞ্চলকে।
জবাবে ব্যাট করতে নেমে বেশ ধীরগতিতে ইনিংস শুরু করলেও খোলস ছেড়ে বেরিয়ে আাসে দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয় করেন ৩৪ বলে ২৪ রান। জাকির হাসান বিদায় নেন ৪৯ বলে ৪০ রানের ইনিংস খেলে।
তৌহিদ হৃদয় অপরাজিত ৭৮ বলে ৬৫ রানের ইনিংস খেলে দক্ষিণাঞ্চলের জয় নিশ্চিত করে। ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় দক্ষিণাঞ্চল।
স্কোরবোর্ড: (একাডেমি মাঠ)
টস: ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
বিসিবি উত্তরাঞ্চল : ২১৬/১০ (৪৯.৫ ওভার) রিয়াদ ৬৬, মার্শাল ৫৪, বিপ্লব ২০*, শামীম ১৯; নাঈম ৩/৪৭, তানভীর ২/৩৪।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : ২১৭/৬ (৩৭.৫ ওভার) ইমরুল ৭১, তামিম ৩৫, দীপু ২৬, আফিফ ২৬, বাবু ১৭, শুভ ১৫; রিয়াদ ৩/৫৬।
ফলাফল: ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৪ উইকেটে জয়ী।
স্কোরবোর্ড : (মূল মাঠ)
টস: বিসিবি দক্ষিণাঞ্চল
ওয়ালটন মধ্যাঞ্চল : ২২০/৮ (৫০ ওভার) রনি ৫৪*, মজিদ ৪৬, মোসাদ্দেক ৪৪; মুস্তাফিজ ৪/৬৩, মেহেদী ৩/২৬।
বিসিবি দক্ষিণাঞ্চল : ২২৫/৫ (৪৮.৪ ওভার) হৃদয় ৬৫*, পিনাক ৫৪, জাকির ৪০; মুরাদ ২/২৯।
ফলাফল: বিসিবি দক্ষিণাঞ্চল ৫ উইকেটে জয়ী