ইন্দোনেশিয়া যাওয়া হচ্ছে না জামাল-তারিকদের
ভ্যাকসিন জটিলতায় বাতিল হয়ে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর। ইন্দোনেশিয়ার শর্তমতে, ফুটবলাররা করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন না করায় সফরটি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে জামাল-তারিকদের নতুন বছরে আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষা দীর্ঘ হলো।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বাফুফে জানিয়েছে,এই ম্যাচটি চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূচি অনুসারে আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে লাল-সবুজদের ম্যাচ খেলার কথা ছিল।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ দলের সবার অবশ্যই দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে। কিন্তু জাতীয় দলের অন্তত ১৩ জন ফুটবলার দুই ডোজ টিকা নেননি। তাই ইন্দোনেশিয়া সফর আপাতত সম্ভব হচ্ছে না।
কয়েকদিন পূর্বেই জাতীয় দলের নতুন কোচ হিসেবে স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দিয়েছে বাফুফে। ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় নতুন হেড মাস্টারের অধীনে ফুটবলারদের খেলতে আরো ক’টা দিন অপেক্ষা করতে হবে।