ডমিঙ্গোই থাকছেন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরা ডুবির পর সর্বত্র সমালোচনার পাত্রে পরিণত হন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।একপর্যায়ে বাংলাদেশ দলের সঙ্গে ডমিঙ্গো অধ্যায় অনিশ্চিত হয়ে পড়ে। তবে,শেষপর্যন্ত বিকল্প কারো নাম না থাকায় এবং টাইগারদের টানা শিডিউলে আপাতত ডমিঙ্গোকেই রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ডমিঙ্গোই থাকছেন, আমাদের হাতে এখন বিকল্প হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে তিনি চলে আসবেন। ডমিঙ্গো যেহেতু চুক্তিতে আছে, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।
কোচিং প্যানেলসহ বিসিবি’র বিভিন্ন বিভাগ ঢেলে সাজানোর কথা ছিলো জানুয়ারিতে। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, উনি (বিসিবি সভাপতি) বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। আমরা সবাই মিলে, শুধু ক্রিকেট অপারেশন্সই নয়, নির্বাচকের মতো পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’
জালাল ইউনুস বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর জাতীয় দল চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে নতুন কোচ মানিয়ে নেওয়াও সময় সাপেক্ষ। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে, আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।