ইয়াসিরের সাথে বাজে আচরণ করায় শাস্তি পেলেন জেমিসন
ইয়াসিরকে গালি দিয়ে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় শাস্তি পেলেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে ইয়াসির আলী রাব্বির সাথে অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় জেমিসনকে তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় সামলে নিয়ে নিউজিল্যান্ড বোলারদের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়ায় ইয়াসির। যদিও শেষ পর্যন্ত ৫৫ রান করে আউট হন তিনি। কিন্তু এর আগে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ তুলে ইয়াসির সাজ ঘরে ফিরার আগে তাকে উদ্দেশ্য করে বাজে ভাষা ব্যবহার করেন কাইল জেমিসন।
জেমিসনের এ আচরণ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য থাকা আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভঙ্গ করায়। তাই মঙ্গলবার এক বিবৃতিতে জেসমিনের শাস্তির কথা জানায় আইসিসি। ফলে, সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস সময়ে এটি জেমিসনের নিয়ম ভাঙার ৩য় উদাহরণ, তাই তার ডিমেরিট পয়েন্ট বেড়ে এখন ৩।
Jamieson fined for breaching ICC Code of Conduct https://t.co/8kZ69r2MQ2 via @ICC
— ICC Media (@ICCMediaComms) January 11, 2022
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ২০২১ সালের মার্চে ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে আচরণবিধি ভাঙায় ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন জেমিসন।