ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আবাহনী
স্বাধীনতা কাপের পর ফেডারেশন কাপের শিরোপাও নিজেদের করে নিল মারিও লেমসের দল। প্রথমবার শিরোপা জেতা হলো না রহমতগঞ্জের। রোববার ফাইনালে রহমতগঞ্জ এমএফসিকে হারিয়ে টুর্নামেন্টের ৩৩তম আসরের শিরোপা ঘরে তুলল আবাহনী।
রবিবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারায় আকাশি-নীলরা। ম্যাচ হারলেও প্রথমার্ধজুড়ে আবাহনীর ওপরে একছেটিয়া আধিপত্য বিস্তার করে সৈয়দ জিলানীর রহমতগঞ্জ।
অভিজ্ঞ মিডফিল্ডার রাফায়েল আগুস্তো ও ফরোয়ার্ড ডরিয়েল্টন ছাড়া আবাহনী আর পূর্ণ শক্তির দল নিয়ে রহমতগঞ্জ একের পর এক গোলের সুযোগ মিস করতে থাকে। প্রথমার্ধের যোগ করা সময়ে আবাহনী এগিয়ে যাওয়ার আনন্দে মাতে কলিনদ্রেসের গোলে। ম্যাচের দৃশ্যপটও বদলাতে থাকে এরপর থেকে।
বিরতির পর ছিল অগোছাল ফুটবল। ছন্দহীন পরিস্থিতিতে ম্যাচের ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। বাঁ পায়ে নিখুঁত শটে বল জালে জড়ান আবাহনীর ফরোয়ার্ড রাকিব।
দুই গোলে পিছিয়ে পড়া রহমতগঞ্জকে ফিলিপ আদজাহ গোল করে শুধুই ব্যবধান কমিয়েছে। এর পর ম্যাচে সমতায় ফেরা হয়নি রহমতগঞ্জের।
WE ARE THE CHAMPIONS OF THE FEDERATION CUP 🏆#আমিইআবাহনী ⚽️ pic.twitter.com/DDvkAecofx
— Abahani Limited (@Abahani_Limited) January 9, 2022
জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আবাহনী। এ শিরোপার মধ্য দিয়ে এএফসি কাপের টিকিট নিশ্চিত করল আকাশি-নীলরা।