সেঞ্চুরিয়ন টেস্ট জিতে ইতিহাস গড়লো ভারত
সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। স্বাগতিকদের ১১৩ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতল বিরাট কোহলির দল। ভারতীয় বোলারদের তোপে পড়ে শেষদিনে ২৭.১ ওভারে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯১ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
সেঞ্চুরিয়নে টেস্ট টসে জিতে ব্যাট করতে ১ম দিনেই দাপট দেখিয়েছে ভারতীয় ব্যাটাররা। ১ম দিন শেষে তাদের সংগ্রহ ছিলো ৩ উইকেট হারিয়ে ২৭২ রান। যার মধ্যে উল্লেখযোগ্য লোকেশ রাহুলের সেঞ্চুরি। এরপর বৃষ্টিতে ভেস্তে যায় দ্বিতীয় দিনের খেলা।
তৃতীয় দিন শুরু থেকেই পিচ একেবারে অন্যরকম আচরণ করা শুরু করে।
সব মিলিয়ে ঐদিনে দুই দল হারায় ১৮ উইকেট। ভারতীয় ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে বড় সংগ্রহ করলেও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি।
বিপরীতে প্রোটিয়া ব্যাটারদের ভালোই চাপে রেখেছিলো তাদের বোলাররা।
১ম ইনিংসে কোহলিদের ৩২৭ রানের জবাবে ১৯৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ৫০.৩ ওভার খেলে ১৭৪ রানে অলআউট হয়ে যায়। ভারতের কোনও ক্রিকেটার দ্বিতীয় ইনিংসে ৫০ রানের গণ্ডি পেরোতে না পারলেও দুই ইনিংস মিলিয়ে তারা ৩০৫ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে।
জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনেই ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। এরপর পঞ্চম দিনে বাভুমাকে নিয়ে লড়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকেন অধিনায়ক ডিন এলগার। দিনের ১১তম ওভারে বুমরাহ’র বলে এলবিডাব্লুউতে এলগার ফিরে গেলে ম্যাচ বাঁচানোর আশা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার।
তারপর কুইন্টন ডি কক ২১ ও ভিয়ান মুলডার ১ রান করে বিদায় নিলে ১৬৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। শেষ দিকে বাভুমার অপরাজিত ৩৫ রানে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
এ জয়ে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পরে সেঞ্চুরিয়নে এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট জিতলো ভারত। আগামী ৩ জানুয়ারি জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুইদল।