আইসিসি ওয়ানডে বর্ষসেরার মনোনয়ন পেলেন সাকিব
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বাবর আজম,জানেমান মালান ও পল স্টার্লিং।
এই এক বছরের পারফরম্যান্স এর ভিত্তিতে আইসিসি বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের নাম প্রকাশ করে যাচ্ছে। পরপর দুই দিন বর্ষসেরা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটারের মনোনয়ন প্রকাশের পর আজ বৃহস্পতিবার ওয়ানডের চার জনের নাম প্রকাশ করেছে আইসিসি।
Just In : Shakib Al Hasan has been nominated for the men’s ODI player of the year.#Bangladesh #SAH75 #CricketTwitter pic.twitter.com/h9J6lCsOck
— bdcrictime.com (@BDCricTime) December 30, 2021
চলতি বছরে ওয়ানডে ক্রিকেটে ৯ ম্যাচ খেলে ৩৯.৫৭ গড়ে দুই ফিফটির সাহায্যে ২৭৭ রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে মাত্র ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট। এই পারফরম্যান্স এর উপর ভিত্তি করে মনোনীত হয়েছেন সাকিব।
সাকিবের প্রতিদ্বন্দ্বি বাকি তিনজনের মধ্যে বাবর আজম ছয় ম্যাচে দুই সেঞ্চুরিতে করেছেন ৪০৫ রান, জানেমান মালান আট ম্যাচে দুইটি করে ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৫০৯ রান এবং পল স্টারলিং ১৪ ম্যাচে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ৭০৫ রান।
আগামী ১৭-১৮ জানুয়ারি এই পুরস্কার ঘোষণা করবে আইসিসি।