টাইগারদের হারিয়ে ফাইনালে ভারত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ভারতের কাছে ১০৩ রানের বড় ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ২৪৩ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
শারজায় টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। আগে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট হারাতে থাকে ভারতীয় যুবারা। এরপর ১৯৩ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতের হাল ধরেন ওয়ান ডাউনে ব্যাট করতে নামা ব্যাটার শেখ রশিদ। তার অপরাজিত ৯০ রানের উপর ভর করে শেষ ৫ ওভারে ৫০ রান করে, নির্ধারিত ৫০ ওভারে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান।
জবাবে ২৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলাম। এরপর ষষ্ঠ ওভারে আরেক ওপেনার তাহজিবুল ইসলামকে ফিরিয়ে টাইগারদের উদ্বোধনী জুটি ভাঙে রবি কুমার। ১৩ বলে মাত্র ৩ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
তারপর দলীয় ৪০ রানে মাহফিজুলের বিদায়ের পর নিয়মিত উইকেট হারাতে থাকে টাইগাররা। রাজবর্ধন, ভিকিদের দাপটে ১০৭ রান তুলতেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। যদিও এক প্রান্ত ধরে রেখে লড়াইয়ের প্রয়াস চালাতে থাকে আরিফুল ইসলাম। কিন্তু অন্যপ্রান্তে নিয়মিত উইকেটে পতনে ভেস্তে যায় তার লড়াই। ফলে ১০৩ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
আগামীকাল এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি লড়বে ভারত-শ্রীলঙ্কা।
স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৪৩/৮ (৫০ ওভার) রশিদ ৯১*, ভিকি ২৮*, ঢুল ২৬; রাকিবুল ৪১/৩, নাইমুর ৩৬/১
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৪০/১০ (৩৮.২ ওভার) আরিফুল ৪২, মাহফিজুল ২৬; রবি ২২/২, ভিকি ২৫/২