খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

অভিজ্ঞতায় ঢাকা, শক্তিতে কুমিল্লা আর তারুণ্যে চট্টগ্রাম

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) এর অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হলো। প্রত্যেক ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়নের লক্ষ্যে ড্রাফট থেকে পছন্দের খেলোয়াড় নিয়ে সাজিয়েছে তাদের পছন্দের দল।

আজ সোমবার ঢাকায় হোটেল রেডিসন ব্লুতে দুপুর ১২ টা থেকে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। সেখানে দলগুলো তাদের প্রতিনিধি সহ এসে পছন্দের খেলোয়াড়দের নিজেদের করে নিয়েছেন। দল সাজাতে আস্থা রেখেছেন কেউ নতুনদের উপর, আবার কেউ নতুন পুরনোদের মিলিয়ে অভিজ্ঞদের উপর। দেখে নিন এক নজরে কে কোন দলে।

এক নজরে ড্রাফট শেষে দলগুলো—

কুমিল্লা:

দেশী:
মুস্তাফিজ, লিটন, শহিদুল, ইমরুল কায়েস, তানভির, আরিফুল হক, নাহিদুল, মাহমুদুল জয়, সুমন খান, মুমিনুল হক, মাইদুল অঙ্কন, পারভেজ ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান।

বিদেশী:
কুশাল মেন্ডিস, ওশান থমাস, মইন আলি, সুনিল নারিন, ডু প্লেসিস।

ঢাকাঃ

দেশী:
মাহমুদউল্লাহ, তামিম, রুবেল, মাশরাফি, শুভাগত, নাইম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।

বিদেশী:
মোহাম্মদ শেহজাদ, ফজল হক ফারুকী, নাজিবুল্লাহ, কায়েস আহমেদ, ইসরু উদানা।

বরিশাল:

দেশী:
সাকিব, শান্ত, সোহান, মেহেদী রানা, ফজলে রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান শুক্কুর।

বিদেশী:
ক্রিস গেইল, ম্যাকওয়ে, আলজারি জোসেফ, মুজিবুর রহমান, ডিকওয়েলা।

সিলেট:

দেশী:
তাসকিন, মিথুন, মোসাদ্দেক, আলামিন হোসেন, নাজমুল অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজি, অলক কপালি, মুক্তার আলি, মিজানুর রহমান, নাদিফ চৌধুরি, জুবায়ের লিখন, হায়াত হৃদয়, সানজামুল।

বিদেশী:
রবি বোপারা, এঞ্জেলো পেরেরা, দীনেশ চান্দিমাল, শেরবাজ আহমেদ, কেসরিক উইলিয়ামস, সিরাজ আহমেদ।

খুলনা:

দেশী:
মুশফিক, সৌম্য, শেখ মেহেদী, কামরুল রাব্বি, ইয়াসির রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ, জাকির অনিক, নাবিল সামাদ।

বিদেশী:
সেকুগে প্রসন্ন, সেকান্দার রাজা, থিসারা পেরেরা, নাভিন উল হক, রাজাপাকশে।

চট্টগ্রাম:

দেশী:
নাসুম, আফিফ ধ্রুব, শরিফুল, শামিম, মুকিদুল মুগ্ধ, রেজাউর রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয়, মেহেদি মিরাজ, আকবর আলি, নাইম ইসলাম।

বিদেশী:
চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিত, বেনি হাওয়েল, কেনার লুইস।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy