শেষ হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট। ইতিমধ্যেই ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটার ও স্থানীয় ক্রিকেটারের মধ্যে ১০ থেকে ১৪ জনকে দলভুক্ত করেছে দলগুলো। এত সব খেলোয়াড়দের মাঝে এভাবের বিপিএলে দল পাননি জাতীয় দলের দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন।
বাংলাদেশ জাতীয় দলে এক সময়ের নির্ভরযোগ্য পারফরমার ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। অন্যদিকে সাবেক অধিনায়ক ও বাংলাদেশের এক সময়ে বড় জয়ের কারিগর ছিলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল আর নাসিরের নামই ওঠেনি প্লেয়ার্স ড্রাফটে। প্রতিষ্ঠিত এই দুই পারফরমারের সঙ্গে দল মেলেনি তরুণ ওপেনার তানজিদ হোসেন তামিমেরও।
ঘরোয়া লিগে টি-টোয়েন্টি ফরম্যাটের শেখ জামালের হয়ে ভালোই খেলেছিলেন আশরাফুল আর নাসির। চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে সুপার লিগে দুজনই ফিফটি হাঁকিয়ে শেখ জামালকে উপহার দিয়েছিলেন স্মরণীয় জয়।
আশরাফুল-নাসির ছাড়াও দলহীন থাকছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া দল না পাওয়ার তালিকায় আরও আছেন তানজিদ হাসান তামিম, আবু জায়েদ রাহী এবং সাইফ হাসান। এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলা মুনিম শাহরিয়ারকেও দলে ভেড়ায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে এবারের আসর, ফাইনাল মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। ৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যু ৩টি। এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা।