বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে হোটেল রেডিসন ব্লুতে। সেখানে ফ্রাঞ্চাইজি গুলো বেছে নিচ্ছে তাদের পছন্দের খেলোয়াড়দের।
রাউন্ড অব এইটে মেহেদি হাসান মিরাজ এবং অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী কাপ্তান আকবর আলী নোঙ্গর করেছে চট্টগ্রামে। সঙ্গে নাইম ইসলাম। খেলবেন সাব্বির-আফিফ দের সাথে।
খুলনা টাইগার্সের হয়ে খেলবেন সৈয়দ খালেদ, নাবিল সামাদ, জাকির অনিক। আইকন হিসেবে সেখানে আছে মুশফিকুর রহিম।
এদিকে ড্রাফটের বাইরে থেকে ক্রিস গেইলকে দলে টেনেছে সাকিবের বরিশাল। তাইজুল ইসলাম ও চাটগাঁর ছেলে ইরফান শুক্কুর খেলবে বরিশালে। সাথে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে।
রাজধানী ঢাকায় গেলো নতুন গতি তারকা ইবাদত হোসেন ও ব্যাটার শামসুর রহমান। ম্যাশ-মাহমুদুল্লাহ-তামিমদের সঙ্গি হলেন তারা।
অষ্টম রাউন্ডে দল পেল গেল আসরের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। ড্রাফটের সপ্তম রাউন্ডে দল পাওয়া মাহমুদুল হাসান জয়ের সঙ্গে খেলবে
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
৮ম রাউন্ড থেকে দল পেয়েছে লেগ স্পিনার জুবায়ের লিখন। হায়াত হৃদয়, সানজামুলের সঙ্গে সিলেটে খেলবেন তিনি।
বিদেশিদের দলে নেয়ার তালিকায় শ্রীলঙ্কা, আফগান ও উইন্ডিজ ক্রিকেটারদের নিয়ে চলছে টানাটানি।