আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন নাসুম আহমেদ। গত আসরেও চ্যালেঞ্জোর্সের হয়ে দারুণ পারফর্ম করা এই বাঁহাতি অর্থোডক্সকে ড্রাফটের আগেই দলে নিয়ে নিলো তারা।
এবারের আসরে একজন দেশি ক্রিকেটারকে ড্রাফটের আগে নেওয়া সুযোগ রেখেছিল বিপিএল কমিটি। সে হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাসুম কে দলে নেওয়ার তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।
নাসুমকে দলে অন্তর্ভুক্তির বিষয়টি বিস্তারিত জানতে ক্লিক করুন https://m.facebook.com/story.php?story_fbid=311345871003423&id=100063840364554
চ্যালেঞ্জার্স জানায়, আনকোরা নাসুম আহমেদকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সর্বশেষ বিপিএলে দলে নিয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসলেন, দেখলেন আর জয় করলেন, বাকি গল্পটা এরকম। চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেই সোজা জাতীয় দল। টি টোয়েন্টি ফরম্যাটের অপরিহার্য এই বাঁহাতি স্পিনারের উপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।
বিপিএলের এবারের আসরে (অষ্টম) অংশ নিচ্ছে ছয়টি দল। আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। খেলা শুরু হবে ২১ জানুয়ারি।
এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। রানার্স আপ পাবে ৫০ লাখ টাকা।