লঙ্কা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন জাফনা কিংস
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এর দ্বিতীয় আসরেও শিরোপা ধরে রাখল থিসারা পেরেরার জাফনা কিংস। রান বন্যার ম্যাচে গতবারেরও প্রতিদ্বন্ধি গল গ্ল্যাডিয়েটর্সকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কিংসরা।
হাম্বান্টোটার মাহিন্দ রাজা পাকসে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে জাফনা কিংস। দলের পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন অভিষকা ফার্নান্দো। টম কোহলার-ক্যাডমোর অপরাজিত থাকেন ৪১ বলে ৫৭ রান করে।
এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ১৮ বলে ৩৫, পেরেরা ৯ বলে অপরাজিত ১৭ রান করেন। গলের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আমির, সামিত প্যাটেল ও নুয়ান থুসারা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে আক্রমনাত্মক ব্যাটিং শুরু করে গল। কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকার ব্যাট ছাড়া গলের পক্ষে হাসেনি আর কারো ব্যাট। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান দাঁড়ায় গলের সংগ্রহ।
সংক্ষিপ্ত স্কোর :
জাফনা কিংস : ২০১/৩ (২০ ওভার) –
অভিষকা ৬৩, কোহলার-ক্যাডমোর ৫৭*, সামিত ৩২/১, থুসারা ৩৩/১
গল গ্ল্যাডিয়েটর্স : ১৭৮/৯ (২০ ওভার) –
গুনাথিলাকা ৫৪, কুশল মেন্ডিস ৩৯, চতুরঙ্গ ১৫/২, হাসারাঙ্গা ৩০/২
ফল : জাফনা কিংস ২৩ রানে জয়ী।