খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৪ঠা নভেম্বর ২০২৪

কিইউয়িদের বিপক্ষে ৩৭২ রানের রেকর্ড জয় ভারতের

0

 

গতকাল(রবিবার) তৃতীয় দিন থেকে জয়ের সুবাস পাচ্ছিলো ভারত। আজ চতুর্থ দিনে এসে তার ষোলকলা পূর্ণ করলো ভারতীয়রা। স্পিনারদের ঘূর্ণিতে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬৭ তে অলআউট হয়ে যায়। এতে ভারত টেস্টে ৩৭২ রানের রেকর্ড গড়া বিশাল জয় নিয়ে সিরিজ ১-০ তে করলো।

নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল ভারতের ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।

 

আজ(সোমবার) চতুর্থ দিনে নিউজিল্যান্ডের বাকি ছিল মাত্র ৫ উইকেট। ফার্স্ট সেশন পুরোটা না গড়িয়ে ঘন্টা খানেকের মধ্যেই অশ্বিন-জয়ন্ত যাদবের ঘূর্ণিতে তারা গুটিয়ে যায়। কিইউইরা তৃতীয় দিনের ১৪০ এর সাথে মাত্র ২৭ রান যোগ করে অলআউট হয়ে যায়। এর আগে তারা ১ম ইনিংসে ৬৭ রানে অলআউট হয়। ভারত ১ম ও ২য় ইনিংসে করে যথাক্রমে ৩২৫ আর ২৭৬ রান। আর এতে ৩৭২ রানের বড় জয় পায় ভারত।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনার যতিন্দর যাদবের তান্ডবে কুপোকাত হয়ে যায়।

 

নিউজিল্যান্ডের এত বড় হার, যা রানের ব্যবধানে তাদের সবচেয়ে বড় পরাজয়। একই সাথে এটি ভারতের সবচেয়ে বড় জয়ের রেকর্ডও । সোমবার কিউয়িদের বিপক্ষে সিরিজ জয়ের সঙ্গেসঙ্গেই ঘরের মাঠে টানা ১৪টা সিরিজ জয়ের কীর্তি স্থাপন করে ফেলল ভারত।
ভারত(১ম ইনিংস): ৩২৫/১০(১০৯.৫ ওভার) : আগারওয়াল ১৫০, অক্ষর ৫২, শুভমান ৪৪; প্যাটেল ১০/১১৯

নিউজিল্যান্ড(১ম ইনিংস):৬২/১০(২৮.১): জেমিসন ১৭,ল্যাথাম ১০; অশ্বিন ৪/৮, সিরাজ ৩/১৯

ভারত(২য় ইনিংস) :২৭৬/৭(৭০ ওভার):  আগারওয়াল ৬২, পূজারা ৪৭, কোহলি ৩৬; প্যাটেল ৪/১০৬, রবীন্দ্র ৩/৫৬

নিউজিল্যান্ড(২য় ইনিংস) :১৬৭/১০(৫৬.৩ ওভার):  মিচেল ৬০, নিকোলস ৪৪; অশ্বিন ৪/৩৪, জয়ন্ত ৪/৪৯)

ফলাফল: ভারত ৩৭২ রানে জয়ী।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy