পন্ড হতে পারে তৃতীয় দিনের খেলা
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনের খেলা এখনো শুরু হয়নি। দুপুর ২টা পযর্ন্ত বৃষ্টি অব্যহত থাকলে বাতিল হতে পারে তৃতীয় দিনের খেলাও।
নির্দিষ্ট সময়ে খেলা শুরু হওয়ার সম্ভবনা না থাকায় এখন পর্যন্ত মাঠেই আসেনি দুই দল। প্রকৃতির বিরূপ অবস্থা দেখে সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। সবশেষ দুপুর ১২টায় মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মাঠের আম্পায়াররা। এখন পযর্ন্ত বৃষ্টি থামার কোন লক্ষণ না দেখায় তৃতীয় দিন মাঠে গড়ানোটা পুরাপুরি অনিশ্চিত বলা চলে। বৃষ্টি সম্পূর্ণ থামার পর কমপক্ষে এক ঘন্টা মাঠ ঢাকা থাকবে। এরপর কাভার উঠিয়ে মাঠ শুকানোর কাজ করা হবে।
এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে ৬৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৮ রান করে পাকিস্তান। ৭১ রানে উইকেটে রয়েছেন বাবর আজম এবং ৫৩ রানে রয়েছে আজহার আলী।