সাকিবের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে
পাকিস্তান সিরিজ শেষেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই সফরে যেতে চান না জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। অবশেষে অনেক নাটকীয়তার পর সাকিবের আবেদনকৃত ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত শনিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি। ১৮ সদস্যের এই দলে রয়েছে সাকিবের নাম। তবে এর আধঘণ্টা পর পারিবারিক কারণে নিউজিল্যান্ডে যেতে পারছেন না বলে সাকিব বিসিবি বরাবর আনুষ্ঠানিক চিঠি দেন।
আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের নিউজিল্যান্ড প্রসঙ্গে বলেন, ‘যার বিশ্রাম প্রয়োজন, তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক আর না হোক। তবে ওর (সাকিব) ব্যাপারটা ভিন্ন। ও তো আর ইনজুরিতে না। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে।’
এই নিয়ে তৃতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব। ২০১৯ সালে চোটের কারণে খেলতে পারেননি তিনি। এরপর চলতি বছরের শুরুর দিকে পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নেন। এই দফায়ও একই কারণে না যাওয়ার আবেদন করেছেন টাইগার অলরাউন্ডার।
উল্লেখ্য, দুটি টেস্ট খেলতে আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। ৭ দিনের কোয়ারেন্টিন, দুটি প্রস্তুতি ম্যাচসহ সফরের দৈর্ঘ্য পাঁচ সপ্তাহের বেশি। ম্যাচগুলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী বছরের ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইতে হবে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয়টি শুরু হবে ৯ জানুয়ারি।