প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা
করোনাভাইরাসের নতুন ধরন ও সংক্রমনের কারণে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব মাঝপথে বাতিল করেছে আইসিসি। যার ফলস্বরূপ, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে স্থান পেয়েছে বাংলাদেশ।
আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে বসবে ৫০ ওভারের ক্রিকেটে ৮ দলের মাঝে শ্রেষ্ঠত্বের লড়াই। তাই বাছাই পর্বের বাকি ম্যাচগুলোর নতুন সময় নির্ধারণ করতে পারছে না আইসিসি। সেকারণে তারা র্যাংকিং বিবেচনায় মূলপর্বে কোয়ালিফাই করেছে বাকি তিনটি দলকে। র্যাঙ্কিংয়ের বিবেচনায় বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে খেলার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত এরইমধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। ২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের।