ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান
পাকিস্তানি ব্যাটারদের একচ্ছত্র আধিপত্যে হতাশা নিয়েই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ দল। পাকিস্তানের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৪৫ রান। বিপরীতে দ্বিতীয় দিনের খেলায় ৬ উইকেটে টাইগাররা তুলতে পেরেছে মাত্র ৭৩ রান। ফলে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৩০ রান।
সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। লিটন ১১৩ ও মুশফিকুর রহিম ৮২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। আগের দিনের রানের সঙ্গে মাত্র ১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন লিটন। সেঞ্চুরির আশা জাগালেও তাতে পূর্ণতা দিতে পারেননি মুশফিক। নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে ৯১ রানে আউট হন তিনি।
প্রথম দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাকি ছয়টি উইকেট হারিয়ে ফেলে। শেষদিকে, মেহেদী মিরাজের অপরাজিত ৩৮ রানের উপর ভর করে ১১৪.৪ ওভারে ৩৩০ রানে থামে টাইগারদের রানের চাকা। অন্যদিকে পাকিস্তানের হয়ে পাঁচটি উইকেট শিকার করেন হাসান আলী।
জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। আবদুল্লাহ শফিক ও আবিদ আলির অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটিতে দারুণ অবস্থায় থেকে দিন শেষ করে পাকিস্তান। ৯টি চার ও ২টি ছক্কায় ১৮০ বলে ৯৩ করে শতকের পথে আবিদ আলি। তবুও দ্বিতীয় দিনের খেলা শেষে এখনও ১৮৫ রানে পিছিয়ে পাকিস্তান দল।
স্কোরঃ
বাংলাদেশঃ ৩৩০, ১১৪.৪ ওভার (লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, হাসান ৫/৫১, ফাহিম ২/৫৪, আফ্রিদি ২/৭০)
পাকিস্তানঃ ১৪৫/০, ৫৭ ওভার (আবিদ ৯৩*, শফিক ৫২*, মুমিনুল ০/১২, রাহী ০/৩০)