বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আগামী ১৪ নভেম্বর। এর পরপরই ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে বাবর আজমের দল। এই সফরে পাকিস্তান টেস্ট, ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে পরের ম্যাচ দুইটি। বিশ্বকাপের স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন এনেছে তারা। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের নেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। একইসঙ্গে দলে আছে, বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।
পাকিস্তান সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসে ২০১৫ সালে। দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-টোয়েন্টির সিরিজে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। একমাত্র টি-টোয়েন্টি টেস্টটিও জিতেছিল বাংলাদেশই। তবে টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল ১-০–তে।