দুই যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে মুখামুখি হতে যাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। এরপর দীর্ঘ ২৪ বছরের অবসান ঘটিয়ে আগামী বছর পাকিস্তান সফরে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে আগে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পরপর দুই সিরিজ বাতিলে শঙ্কার কালো মেঘ নেমে এসেছিল পাকিস্তানের ক্রিকেট আকাশে। এরপর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ভারত-নিউজিল্যান্ডে হারিয়ে নিজেদের যোগ্যতায় বুড়ো আঙুল দেখায় পুরো ক্রিকেটবিশ্বকে। যার ফলস্বরূপ, ১৯৯৮ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যেতে আগ্রহী অস্ট্রেলিয়া।
ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে গিয়ে অজিরা খেলবে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, দুই দলের লড়াই মাঠে গড়াবে টেস্ট সিরিজ দিয়ে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে তিনটি টেস্ট দিয়ে পাকিস্তান সফর শুরু করবে অস্ট্রেলিয়া। পরে খেলবে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। করাচিতে প্রথম টেস্ট শুরু হবে ৩ মার্চ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১২ মার্চ। আর ২১ মার্চ থেকে লাহোরে আরম্ভ হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজ হবে ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে লাহোরে।