খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

সান্ত্বনার জয়ে কোহলিকে বিদায় দিল ভারত

0

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ শেষ করলো ভারত। নামিবিয়ার দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, রোহিত-রাহুলের জোড়া ফিফটিতে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় বিরাট কোহলি দল।

বিশ্বকাপ থেকে ভারতের বিদায় একইসঙ্গে ভাঙলো শাস্ত্রি-বিরাট জুটি। বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন দুইজন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের হয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়বেন বিরাট। একইসঙ্গে বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ছেন রবি শাস্ত্রি। তাই আজ নিয়মরক্ষার ম্যাচ হলেও, অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এবং কোচ হিসেবে রবি শাস্ত্রির ছিল শেষ ম্যাচ।

এর আগে দুবাইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই নামিবিয়া ওপেনার। কিন্তু এরপর দ্রুত উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে নামিবিয়া। ৩৩ থেকে ৪৭ রানের মধ্যে ৪ উইকেটে হারিয়ে চাপে তারা। দুই ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণি তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান।

জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-রাহুলের জোড়া ফিফটিতে সহজ তুলে নেয় ভারত। ৩৭ বলে ৫৬ করে রোহিত সাজ ঘরে ফিরলেও ৩৬ বলে ৫৪ করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ফলে ৯ উইকেট ও ২৮ বল হাতে রেখেই বড় জয় পায় ভারত।

স্কোর:

নামিবিয়া: ১৩২/৮, ২০ ওভার (ভিসা ২৬, বার্ড ২১, ভ্যান লিঙ্গেন ১৪, জাদেজা ৩/১৬, আশ্বিন ৩/২০, বুমরাহ ২/১৯ )

ভারত: ১৩৬/১, ১৫.২ ওভার (রোহিত ৫৬, রাহুল ৫৪*, সূর্যকুমার ২৫*, ফ্রাইলিঙ্ক ১/১৯)

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy