৫ এ ৫ পাকিস্তান
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডে ৭২ রানে হারিয়ে সুপার টুয়েলভে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই সেমিতে উঠলো পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের দুর্দান্ত ফিফটিতে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় বাবর আজমের দল। জবাবে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে স্কটিশরা।
শারজায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ রানে থামে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ১৫ রান করে মোহাম্মদ রিজওয়ান সাজ ঘরে ফেরার আগে গড়ে যান অনন্য এক বিশ্বরেকর্ড, ক্রিস গেইলকে সরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি।
এরপর বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিং ও শেষ দিকে শোয়েব মালিকের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
জবাবে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু হয় স্কটিশদের ইনিংস। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে যোগ করে মাত্র ৪১ রান।
এরপর পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন মাইকেল লিস্ক ও রিচি বেরিংটন। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান আসে রিচি বেরিংটনের ব্যাট থেকে। এরপর পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানে স্কটল্যান্ডের ইনিংস। পাকিস্তানের হয়ে দুইটি উইকেট শিকার করে শাদাব খান।
স্কোর:
পাকিস্তান: ১৮৯/৪, ২০ ওভার (বাবর ৬৬, শোয়েব ৫৪, গ্রিভস ২/৪৩)
স্কটল্যান্ড: ১১৭/৬, ২০ ওভার (বেরিংটন ৫৪, শাদাব ২/১৪)