আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো ক্রিকেট বিশ্ব। ঠিক তখনই আবুধাবি হল নির্মম এক ঘটনার সাক্ষী।
রোববার (৭ নভেম্বর) আবুধাবিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ চলাকালেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই মাঠেরই পিচ কিউরেটর মোহন সিংকে। শেখ জায়েদ স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মোহনকে তার কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। কীভাবে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, মোহন আত্মহত্যা করে থাকতে পারেন।
ভারতীয় বংশোদ্ভূত মোহন প্রায় ১০ বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পা রাখেন। এর আগে তিনি ১৯৯৪ সাল থেকে ভারতের মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে মাঠকর্মীর দায়িত্বে ছিলেন তিনি।
তবে এটি কি আত্মহত্যা নাকি হত্যা- তা খতিয়ে দেখবে আইসিসি।