খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

মিলারের ঝড়ো ব্যাটিংয়ে শ্বাসরুদ্ধকর জয় দক্ষিণ আফ্রিকার

0

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকা। ১৪৩ রানে লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের লড়াই করতে হয় শেষ ওভার পযর্ন্ত। এরপর মিলারের নজরকাড়া ফিনিশিংয়ে শেষ পযর্ন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে ব্যাট করতে শুরুতেই কুশল পেরেরা উইকেট হারায় লঙ্কানরা। তবে প্রতিরোধ গড়ে তোলেন পাথুম নিসাঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান করেন নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। ব্যক্তিগত ২১ রানে আসালাঙ্কা ফেরার পর তাবরাইজ শামসি জোড়া আঘাতে আচমকা ব্যাটিং ধসে পড়ে শ্রীলঙ্কা। এরপর দাসুন শানাকা ছাড়া আর কেউই ২ অঙ্কের ঘরে রান করতে পারেননি। লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে ১১ রান। তবে সতীর্থদের ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রাখেন নিসাঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন তিনি। এরপর নির্ধারিত ২০ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ১৪২।
প্রোটিয়াদের পক্ষে তাবরাইজ শামসি ও ডোয়াইন প্রিটোরিয়াস তিনটি করে এবং অ্যানরিখ নরকিয়া দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানেই দুই ওপেনারকে হারায় প্রোটিয়ারা। দ্রুত ২ উইকেট পতনের পর টেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডুসেন মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। দলীয় ৪৯ রানের মাথায় রান আউট হন ডুসেন। এরপর এইডেন মার্করামকে নিয়ে ৪৭ রানের বড় জুটি গড়েন বাভুমা।
জয়ের লক্ষ্যে পৌঁছাতে থাকা প্রোটিয়া ব্যাটিং লাইনআপে বড় আঘাত হানেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার হ্যাটট্রিকের ম্যাচ আবার ঘুরতে থাকে লঙ্কানদের দিকে। তবে তা হতে দেননি ডেভিড মিলার। তার দুদার্ন্ত ঝড়ো ইনিংসে ৪ উইকেটের জয় নিয়ে মাচ ছাড়ে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার এ জয়ে বেঁচে রইলো টাইগারদের সেমির আশা।

স্কোর:

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৪২/১০ (নিসাঙ্কা ৭২, আসালাঙ্কা ২১;
শামসি ১৭/৩, প্রিটোরিয়াস ১৭/৩, নরকিয়া ২৭/২)

দক্ষিণ আফ্রিকা : ১৯.৫ ওভারে ১৪৬/৬ (বাভুমা ৪৬, মিলার ২৩*; হাসারাঙ্গা ২০/৩, চামিরা ২৭/২)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy