সহজ জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো শ্রীলঙ্কা। নামিবিয়ার দেওয়া ৯৭ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ বল ও ৭ উইকেট রেখেই সহজ জয় তুলে নেয় লঙ্কানরা।
আবুধাবিতে বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়ার ব্যাটাররা। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে ক্রেইগ উইলিয়াম ব্যাট থেকে। এরপর গারহার্ড ইরাসমাসের ২০ ও জে জে স্মিতের ১২ রান ছাড়া আর তেমন কেউ স্কোরবোর্ডে বড় পরিবর্তন না আনায় মাত্র ৯৬ রানে থামে নামিবিয়ার ইনিংস। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন মাহিশ থিকশানা।
মাত্র ৯৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে শুরুতে কিছুটা হোঁচট খায় লঙ্কান ব্যাটাররা। মাত্র ২৬ রানে টপ অর্ডারে ৩ ব্যাটারে বিদায় কিছুটা চাপের মুখে পড়ে এই সাবেক চ্যাম্পিয়নরা। এরপর অবশ্য ভানুকা রাজাপাক্ষে ও আভিস্কা ফর্নান্দো ঝড় ব্যাটিংয়ে চাপ সামলে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন দাসুন সানাকার দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
নামিবিয়া: ১৯.৩ ওভারে ৯৬/১০ (উইলিয়ামস ২৯, এরাসমাস ২০; মাহিশ ৩/২৫, কুমারা ২/৯, হাসারাঙ্গা ২/২৪)
শ্রীলঙ্কা: ১৩.৩ ওভারে ১০০/৩ (রাজাপাকসা ৪২*, অভিষ্কা ৩০*; স্মিত ১/৭)