ক্যাম্ফার ম্যাজিকে দারুন জয় আইরিশদের
আইসিসি টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আইরিশ বোলার কার্টিস ক্যাম্ফারের অনন্য এক রেকর্ড গড়ার দিনে নেদারল্যান্ডসকে ৭ উইকেট হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো আয়ারল্যান্ড।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে নেদারল্যান্ডস। শূন্য রানেই রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন ওপেনার বেন কুপার। এরপর দলীয় ২২ রানে ব্যক্তিগত ৭ রান করে আউট হন ডি লিডে।
তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে কলিন অ্যাকারম্যান ও ওপেনার ম্যাক্স ওডুয়েড। কিন্তু ম্যাচে দশম ওভারে বল করতে এসে রীতিমতো ধ্বংস যজ্ঞ চালায় আইরিশ বোলার কার্টিস ক্যাম্ফার। একে একে চার বলে চার উইকেট নিয়ে বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন তিনি। ৫২ রানে ২ উইকেট থেকে মূহুর্তে ৫২ রানে ৬ উইকেট হয়ে যায় নেদারল্যান্ডস।
এরপর নির্ধারিত ২০ ওভার শেষে সব কটি উইকেট হারিয়ে নেদারল্যান্ডস এর সংগ্রহ দাঁড়ায় ১০৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করে ওপেনার ম্যাক্স ওডুয়েড।
১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তেমন একটা বেগ পেতে হয়নি আইরিশ ব্যাটারদের। যদিও ৩৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। এরপর তৃতীয় উইকেট জুটিতে দলকে জয়ের খুব কাছে নিয়ে যায় গ্রেথ ডেলানি এবং পল স্টালিং। শেষ দিকে ২৯ বলে ৪৪ রান করে ডেলানির বিদায়ের পর ২৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন আইরিশরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১০৬/১০
(ম্যাক্স ৫১, সিলার ২১; ক্যাম্ফার ৪/২৬, অ্যাডায়ার ৩/৯)
আয়ারল্যান্ড: ১৫.১ ওভারে ১০৭/৩ (ডিলানি ৪৪, স্টার্লিং ৩০*, ক্যামফার ৭*; সিলার ১/১৪)