শুরুটা দারুণ করলো ওমান
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক ওমান। এবারের বিশ্বকাপে নবাগত দল পাপুয়া নিউগিনি শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করে ১২৯ রান। জবাবে ব্যাট করতে নেমে জাতীন্দ্র সিং ও আকিব ইলিয়াসের জোড়া ফিফটিতে ৩৮ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় মাসকোটের আল আমিরাত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে পাপুয়া নিউগিনি। কিন্তু যাত্রার শুরুটা ভালো করতে পারেনি পিএনজির দুই ওপেনার। রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরতে হয় এই দুই ব্যাটারকে। এরপর দলের হয়ে তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনি। দুজনে মিলে গড়েন ৮১ রানের জুটি।
এরপর ভুল বোঝাবুঝিতে ২৬ বলে ৩৭ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়লে, একইসঙ্গে আসরের প্রথম ফিকটি করে ৫৬ রানে আউট হন আসাদ। ম্যাচের বাকি ইনিংসে আর কেউ দলের হাল ধরতে না পারায় ১২৯ রানে পিএনজির ইনিংস। অন্যদিকে ওমান এর হয়ে ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জীশান মাকসুদ।
১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোন বেগ পেতে হয়নি স্বাগতিকদের। দুই ওপেনার এর গুছানো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ১৩১ রান করে ৩৮ বল হাতে রেখেই মাঠ ছাড়ে ওমান। দলের পক্ষে ব্যাট হাতে ৭ চার ও ৩ ছয়ে ৪২ বলে ৭৩ রান করেন জাতীন্দ্র সিং।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাপুয়া নিউগিনিঃ ২০ ওভারে ১২৯/৯ (ভালা ৫৬, আমিনি ৩৭, সেসে বাউ ১৩; জিসান ৪/২০, বিলাল ২/১৫, কলিমুল্লাহ ২/১৯ )
ওমানঃ ১৩.৪ ওভারে ১৩১/০ (জাতীন্দ্র ৭৩*, আকিব ইলিয়াস ৫০*)