খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টি উইকেট শিকারে সবার উপরে সাকিব

0

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকার এর মালিক সাকিব আল হাসান। ১০৭ উইকেট ঝুলিতে নিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে সরিয়ে রেকর্ডটি নিজের করে নিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেই দুই উইকেট নিয়ে ৮৮ ম্যাচে ১০৮ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বর্তমানে এই টাইগার অলরাউন্ডার।

এছাড়া একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের মালিকও বাংলাদেশি এই পোস্টার বয়। এই বিশ্বকাপে আরও একটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন দেশসেরা ক্রিকেটার। সাকিব যদি বিশ্বকাপে ৮ উইকেট নিতে পারেন তবে বনে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy